প্রকাশিত: Sun, Dec 10, 2023 9:51 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:41 PM

[১]অস্ত্র সমর্পণের ভিডিও প্রকাশ, হামাসের আত্মসমপর্ণের দাবি করল আইডিএফ


রাশিদুল ইসলাম: [২] ভিডিওতে দেখা যাচ্ছে শুধু অন্তর্বাস পরে গ্রেপ্তারকৃত গাজাবাসীরা একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি হাতে অস্ত্র তুলে আত্মসমপর্ণের ভঙ্গিতে এগিয়ে আসছে। এরপর ওই ব্যক্তি তার অস্ত্রটি মাটিতে রেখে হাত উঁচু করে ফিরে যায়। পাশেই ইসরায়েলি সেনারা অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিল। তবে এ ভিডিওতে আর কাউকে অস্ত্র সমর্পণ করতে দেখা যায়নি। তাদের কারো হাতে অস্ত্র দেখা যায়নি। এক্সে এ ভিডিওটি পোস্ট করেছেন ইমানুয়েল ফাবিয়ান নামে এক ব্যক্তি। টাইমস অব ইসরায়েল

[৩] প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কয়েক ডজন হামাস সদস্য আত্মসমর্পণ করেছে। এধরনের কোনো ছবি প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। 

[৪] ভারতীয় মিডিয়া আনন্দবাজার এ প্রতিবেদন প্রকাশ করে বলেছে, গাজায় ক্রমশ ‘কোণঠাসা’ হচ্ছে হামাস। ইসরায়েলী সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেন, প্রতি দিন আমরা সাফল্য পাচ্ছি। প্রতি দিন বহু জঙ্গির মৃত্যু হচ্ছে। আহতও হচ্ছে অনেক জঙ্গি।

[৫] ইসরায়েলি দৈনিক ডেইলি ইয়েদিয়োত আহরোনোত শনিবার এক প্রতিবেদনে জানায় গাজায় আহত ৩ হাজার ইসরায়েলি সেনাদের মধ্যে প্রায় দুই হাজার জনকে আনুষ্ঠানিকভাবে ‘বিকলাঙ্গ’ ঘোষণা করা হয়েছে। নিহত হয়েছে ৪২০ ইসরায়েলি সেনা। 

[৫] ওয়াশিংটন পোস্ট গত সপ্তাহে জানায়, যুদ্ধে হামাসের প্রায় ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছে। সশস্ত্র এ গোষ্ঠীর সবমিলিয়ে ৩০ হাজার যোদ্ধা রয়েছে।

[৬] ইসরায়েলি সেনাদের গ্রেপ্তারকৃত অন্তর্বাস পরিহিত গাজাবাসীদের ছবি নিয়ে সিএনএন, বিবিসি, ডেইলি মেইল সহ একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় সচিত্র প্রতিবেদনে বলা হয় ঘোষণা দিয়ে বাড়ি ঘর থেকে বের হয়ে আসার পর এভাবে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ বাসিন্দাদের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছে আমরা তল্লাশী করে দেখছি গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ হামাস সদস্য রয়েছে কি না।  

[৭] এদিকে ইহুদী রাজনীতিবিদ ও জেরুজালেমের ডেপুটি মেয়র আরিয়েহ ইতজাক কিং গাজায় আটক শতাধিক ফিলিস্তিনি নাগরিককে জীবিত কবর দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি গাজাবাসীদের ‘মুসলিম নাৎসি’ অভিহিত করে তাদের নির্মূল করতে গতি বাড়ানো দরকার বলে পরামর্শ দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব